স্বাধীনতার ৫০ বছর: হক, ভাসানী,…
১২ মার্চ ২০২১,
108533 বার পড়া হয়েছে,
স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে ডুবে যাওয়া সেই ট্রলারটি উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় ট্রলারটিকে পানির নিচ থেকে তুলে আনা হয়। এ সময় ট্রলারের ভেতরে কোনো লাশ পাওয়া যায়নি।
গত শুক্রবার বিকেলে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। মর্মান্তিক ওই ঘটনায় মোট ২২ জনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে ১১ জন নারী ও ৯ জন শিশু। এই ঘটনার ৪০ ঘণ্টারও বেশি সময় পর ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করে। ট্রলারের ভেতরে কোনো লাশ পাওয়া যায়নি।