রবিবার বিকাল ৩:২৯, ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ. ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১০ টাকা নিয়ে চাচাতো বোনকে হত্যা!

জাতীয় সংবাদ, ১৪ আগস্ট ২০২১, 642 বার পড়া হয়েছে,
Spread the love

 

অনলাইন ডেস্ক॥ কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা উত্তর ইউনিয়নের আদ্রা গ্রামের সৈয়দ আলী ভূঁইয়া বাড়িতে কাপড় সেলাইয়ের ১০ টাকা কম দেওয়াকে কেন্দ করে জহুরা বেগম (২৫) নামের এক নারীকে হত্যা করা হয়েছে। নিহত জহুরা বেগম পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার মরিচা গ্রামের সাইফুলের স্ত্রী নাঙ্গলকোটের আদ্রা গ্রামের মফিজুর রহমানের মেয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলার আদ্রা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে জহুরার পিতা মফিজুর রহমান চার জনকে আসামি করে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলা এজাহারনামীয় দুই আসামি ঐ গ্রামের সফিকুর রহমানের মেয়ে সুমি আক্তার (২৬) ও সেলিনা আক্তারকে (২৮) আটক করেছে। জানা যায়, কয়েক দিন আগে জহুরা বেগম ও তার বোন খোরশেদা তার চাচাত বোন সুমির নিকট একটা থ্রি-পিস সেলাইয়ের জন্য দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় জহুরা এবং খোরশেদা সুমির কাছ থেকে ঐ থ্রি-পিস আনতে যায়। এসময় সুমি ১০০ টাকা দাবি করলে খোরশেদা বেগম ৯০ টাকা দেন। ১০ টাকা কম দেওয়া নিয়ে সুমির সঙ্গে খোরশেদা এবং জহুরার তর্কাতর্কি হয়। এক পর্যায় সুমির বোন ছকিনা আক্তার, সেলিনা আক্তার ও বোন জামাই জলিলসহ জহুরা বেগমকে বেধড়ক মারধর করলে জহুরা দৌড়ে গিয়ে তার পিতার ঘরে আশ্রয় নেন। পরে আবারও চাচাতো বোন জামাই জলিল জহুরার পিত্রালয়ে গিয়ে জহুরার ওপর আক্রমণ করে একপর্যায় তলপেটে লাথি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নাথেরপেটুয়ার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুরাকে মৃত ঘোষণা করেন। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। জহুরার পিতা মফিজুর রহমান বাদী হয়ে চার জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ এজাহার নামীয় দুই নারীকে গ্রেফতার করেছে।